চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ চালক আটক

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই

গাঁজাসহ চালক আটক

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই ৩০ কেজি গাঁজাসহ মোঃ জলিল নামের এক চালককে আটক করেছে পুলিশ। চালক জলিল(৪৪) কুমিল্লার সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আবুল কালাম।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি বাজার এলাকায় উপ-পরিদর্শক আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়।

অভিযানকালে সন্দেহজনক অবস্থায় একটি প্রাইভেটকার(ঢাকামেট্রো-গ-২৯-৫১৮৬) আটক করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চালক মোঃ জলিলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত জলিলের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, ‘পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযানের পাশাপাশি সকলকে সোচ্চার হতে হবে।

দৌলতপুরে বন্যায় ১ হাজার ৩’শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *