লাকসাম দৌলতগঞ্জ বাজারে ডঃ সরওয়ার ছিদ্দীকির গণসংযোগ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম দৌলতগঞ্জ বাজারে ডঃ সরওয়ার ছিদ্দীকির গণসংযোগ

 
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ বাজারে গণসংযোগ করেছেন ১০ দলীয় ঐক্য মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত তিনি এ গণসংযোগ করেন।
দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্যাংক রোডে অবস্থিত দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী কার্যালয় থেকে বের হয়ে তিনি স্টেশন সংলগ্ন কিচেন মার্কেট, মাছ বাজার, কবুতর বাজার, ব্যাংক রোড, পুরাতন দৈনিক বাজার, জুবলী মার্কেট, জালাল মার্কেট, গোল বাজার, কাপড়িয়াপট্টি, মনোহারিপট্টি, কুমারপট্টি, স্বর্ণপট্টি, ধানবাজার, নোয়াখালী রোড, মেইনরোডসহ দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন অলিগলিতে তিনি গণসংযোগ করেন।
এ সময় ডঃ সরওয়ার ছিদ্দিকী বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে কুশল বিনিময়, দোয়া ও দাঁড়ি পাল্লা মার্কা এবং হ্যাঁ ভোট চান।
গণসংযোগের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আপনারা সমস্যায় জর্জরিত লাকসাম ও মনোহরগঞ্জকে মাদক-ঘুষ-দুর্নীতিমুক্ত আদর্শ নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দীকি বলেন, আমরা বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলবো, সুশাসন প্রতিষ্ঠা করবো, ঘুষ দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তুলবো।
মাদক নির্মূল, যানজট নিরসনসহ অত্র এলাকার সমস্যা সমূহের সমাধানে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, এনসিপি লাকসাম উপজেলা সভাপতি আল মাহমুদ ফজলে রাব্বি, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব দেওয়ান মাহাবুব-ই-সোবহানি খোকন, লাকসাম ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মোঃ নুরুন্নবী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালামসহ পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *