
চৌদ্দগ্রামে তারেক রহমান আগমনে নেতাকর্মীদের উৎসবের আমেজ
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
রবিবার ২৫ জানুয়ারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চৌদ্দগ্রামে আগমন উপলক্ষে উপজেলা বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২৫শে জানুয়ারি চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
এরপর একইদিন দুপুরবেলায় ফেনী জনসভার শেষ করে বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি আয়োজিত চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে চৌদ্দগ্রামে একটি পৌরসভা তেরটি ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে উৎসবেরে আমেজ বিরাজ করছে। সমাবেশে তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য রাখবেন।
তিনি আরো বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চৌদ্দগ্রামে এই প্রথমবার ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদার নির্বাচনী সমাবেশ আসছেন।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি তারেক রহমানের আগমনকে ঘিরে মঞ্চ নির্মাণের কাজ শেষ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কুমিল্লা ১১( চৌদ্দগ্রাম) ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদা ।
১২দলীয় জোটের শরিফ জাতীয় পার্টি (কাজী জাফর)প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌরসভা বিএনপির সভাপতি জি এম তাহের পলাসী, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ মজুমদার, সহ-সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, শাহাবুদ্দিন লাল্টু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ছুট্ট, উপজেলা জাতীয় পার্টি সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ার প্রমুখ।