লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

 

লাকসাম প্রতিনিধিঃ

লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নেতৃত্ব বেছে নিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে জমকালো আয়োজনে “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এ অঙ্গীকার নিয়ে দিনব্যাপী এ সম্মেলনে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প-বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম।

লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসেম মানুর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা মিয়া।

 

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী, নজরুল হক ভুঁইয়া স্বপন,

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মো. মোস্তাক মিয়া।

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ছাত্রনেতা মো. আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি)।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. আবুল হাসেম মানু, যিনি দীর্ঘদিন ধরে লাকসাম বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. গোলাম ফারুক।

সম্মেলনের শেষ ভাগে নতুন নেতৃত্ব নির্ধারণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসেম মানু ও পৌরসভা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনার কাজ চলমান থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি।

এদিন লাকসামের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলর ও তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল কানায় কানায় পূর্ণ।

বক্তারা তাদের বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের বর্তমান সংকট নিরসন এবং বিএনপির নেতৃত্বে আন্দোলন জোরদারের আহ্বান জানান।

দলীয় নেতারা এই সম্মেলনকে বিএনপির পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *