গজারিয়া গুয়াগাছিয়াতে পুলিশ ক্যাম্পের উদ্ধোধন

আইন আদালত জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গজারিয়া গুয়াগাছিয়াতে পুলিশ ক্যাম্পের উদ্ধোধন

শাকিল প্রধান, গজারিয়াঃ

গুয়াগাছিয়া বাসীর জন্য ঐতিহাসিক মুহূর্ত আনুষ্ঠানিকভাবে পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার বেলা ১২ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর জামালপুর গ্রামে দোয়া মাহফিলের মাধ্যমে এই পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

গজারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ২৫জন পুলিশ সদস্যসহ থানা পুলিশের ১০জন মোট ৩৫জন পুলিশ সদস্য এই মুহুর্তে মোতায়েন রয়েছে।

পুলিশ ক্যাম্পটির তত্ত্বাবধানে থাকবেন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,’গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়ায় শান্তি প্রতিষ্ঠায় এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ,আল্লাহ পাকের অশেষ রহমতে অবশেষে আমরা কাজটি শুরু করতে পারলাম।

 

আশা করছি এখন থেকে গুয়াগাছিয়ায় পূর্ণ শক্তি নিয়ে পুলিশ কার্যক্রম পরিচালনা করতে পারবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন’।

 

স্থানীয়রা মনে করছেন,এ উদ্যোগের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদে দিনযাপন করতে করবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *