
সুন্দরগঞ্জে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী বড় ভাই নিহত !
এবি সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটিবাহী ট্রলিচাপায় কাবিল হোসেন (৪২) নামে মোটরসাইকেল চালক বড় ভাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এ সময় সঙ্গে থাকা ছোট ভাই হাতেম আলী (৩২) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত কাবিল হোসেন ও হাতেম আলী উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের নজির হোসেনের ছেলে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভার মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই মোটরসাইকেলযোগে ছোট ভাই হাতেম আলীকে সঙ্গে নিয়ে বড় ভাই কাবিল হোসেন যাচ্চিলেন। তারা উক্ত স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহীট্রলী তাদেরকে চাপা দেয়। এতে কাবিল হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে থানার এসআই আবু সাঈদ স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত হাতেম আলীকে উদ্ধার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। নিহত কাবিল হোসেনের মৃতদেহের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত, দুর্ঘটনা কবলিত মাটিবাহীট্রলি ও মোটরসাইকেলটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া চলছে।