কুষ্টিয়ায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু !

আইন আদালত খুলনা দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

কুষ্টিয়ায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু !

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

গরুর পানি খাওয়ার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে খোকসার উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামে নিজের বাড়িতে সাজেদা (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। তিনি এই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঁচে যাওয়া স্বামী মান্নানকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধা সাজেদাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ওই নিহত নারীর ডান হাতের বাহুর নিচে কয়েক ইঞ্চি লম্বা পোড়া ক্ষত রয়েছে।

নিহতের নাতি ছেলে তরুন জানান, সকালে নিজের বাড়ির গোয়াল ঘরে গরুর খাবারের পানি দেওয়া জন্য তিনি মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। খবর পেয়ে তার স্বামী মান্নান মাঠের কাজ ফেলে দৌড়ে এসে স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করেন।

এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে দূরে পরে যান। তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা বাড়ির মেইন সুইচ বন্ধ করে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন।

ঘটনা স্থলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলেও তিনি মনে করেন। নিহত বৃদ্ধার একমাত্র ছেলে রইচ উদ্দিন উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় মায়ের জন্য বিলাপ করছিলেন।

তিনি জানান, মায়ের মৃত্যুর খবর পাওয়ার কয়েক মিনিট আগে তার সাথে মায়ের মুঠো ফোনে কথা হয়েছে। তিনি আরও জানান, তার বাবা মা দুজনেই গড়াই নদীর চর এলাকার বাড়িতে থাকতেন।

কিন্তু সব সময় তার মার সাথে মুঠো ফোনে যোগাযোগ রাখতেন। তিনি জানান মটরের সুইচ দিতে গিয়ে তার মায়ের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন সোহাগ জানান, বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধা সাজেদাকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। তার ডন হাতের বাহুর নিজে বেশ খানিকটা পোড়া ক্ষত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হয়েছে।

বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে স্কুলছাত্র নিহত !


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *