গৌরীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল 

অর্থনীতি আইন আদালত আন্তর্জাতিক কুমিল্লা কৃষি খুলনা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি পরিবেশ বরিশাল ময়মনসিংহ রংপুর রাজনীতি রাজশাহী শিক্ষা সারাদেশ সিলেট

গৌরীপুরে জুলাই গণঅভ্যুত্থানে

শহীদদের স্মরণে দোয়া মাহফিল 

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে ২৯২৪ সালের জুলাইয়ের ফ্যাস্টিট সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই) আসরের নামাজের পর উপজেলা পরিষদ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশান। মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান।
সঞ্চালনায় ও দোয়া  পরিচালনায় ছিলেন মসজিদের খতিব মাওলানা আতাহার আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাফেজ মো. কামরুল হাসান, মডেল কেয়ারটেকার আবুবক্কর ছিদ্দিক, উপজেলা মসজিদভিত্তিক শিক্ষার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর হোসেন সরকার মিরন, শহীদ বিপ্লবের পিতা বাবুল মিয়া ও শহীদ রাকিবের পিতা আব্দুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “জুলাইয়ের এই দিনে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন উৎসর্গ করেছিলেন, তারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়।”
আয়োজনে অংশ নেওয়া সবাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন।
https://www.sangbadtoday.com/2025/07/02/%e0%a6%97%e0%a7%8c%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%9a%e0%a7%81-%e0%a6%96%e0%a7%87%e0%a6%a4-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *