
প্রানে ব্যাচ-৯২’র “মিল্লাঝিল্লা
কুমিল্লা-৯২” আয়োজন
“মিল্লাঝিল্লা কুমিল্লা-৯২” আয়োজনে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ১৯৯২ সালের এসএসসি পরীক্ষার্থীদের এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা। দীর্ঘ ৩৩ বছর পর সহপাঠীদের আবারও একত্রিত করার এই প্রয়াসে জমে ওঠে পুরোনো দিনের স্মৃতি রোমন্থনের আবহ।
শুক্রবার ৮ আগষ্ট কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র গোমতী টাচে আয়োজিত এই মিলনমেলায় অংশগ্রহণ করেন, কুমিল্লার বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রান্ত ও প্রবাস থেকে আগত সাতশ অধিক প্রাক্তন শিক্ষার্থী।
অনুষ্ঠানটি ঘিরে ছিল নানান আয়োজন—শুরুতে রেজিষ্ট্রেশন, এক কপি স্মরণিকা, পাঞ্জাবী ও আইডি কার্ড সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এরপর মঞ্চ গ্রহন, পবিত্র কোরান থেকে তেলওয়াত ও সনাতনী বন্ধুর উপস্থিতি সাপেক্ষে গীতা পাঠ সহ জাতীয় সংগীত পরিবেশন এবং স্টেজে উঠে নিজেদের পরিচিতি ও ব্যক্তিগত প্রতিভার পরিচয়, স্মৃতিচারণ, গান-বাজনা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মধ্যাহ্নভোজ, বিকালে লাইভ কিচেনে বানানো ফুচকা এবং চটপটি, সন্ধ্যায় লাইভ কিচেনে সবজি মেশানো ল্যাটকা খিচুড়ি, শুরু থেকে শেষ পর্যন্ত ড্রিংক কর্নারে চা, কফি, এবং পানির বোতল ব্যবস্থা থাকে।
অনুষ্ঠানে অনেকেই আবেগঘন বক্তব্যে পুরোনো দিনের স্মৃতি তুলে ধরেন এবং বলেন, “জীবনের ব্যস্ততার মাঝে এমন আয়োজন আমাদের একে অপরের সঙ্গে বন্ধন আরও দৃঢ় করে।”
মিলনমেলার উদ্যোক্তারা জানান, এটি শুধুই একটি পুনর্মিলনী নয়, বরং ভবিষ্যতে সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণের লক্ষ্যে “মিল্লাঝিল্লা কুমিল্লা-৯২” গ্রুপকে একটি সংগঠিত প্ল্যাটফর্মে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।
https://www.sangbadtoday.com/?p=1767