গাজীপুরে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে গৌরিপুরে মানবন্ধন

আইন আদালত দুর্ঘটনা ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গাজীপুরে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে গৌরিপুরে মানবন্ধন

 

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ

গাজীপুর মহানগরীর অন্যতম ব্যস্ত এলাকা চান্দনা চৌরাস্তা আজ রক্তাক্ত হল সাংবাদিক হত্যার দৃশ্যে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)।

তিনি ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার ছিলেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের সন্তান তুহিন পরিবারসহ গাজীপুরে বসবাস করতেন।

পেশাগত জীবনে ছিলেন সোচ্চার ও সাহসী একজন সংবাদকর্মী, যিনি অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সরব কণ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলে তুহিন গাজীপুরের চান্দনা চৌরাস্তার ফুটপাত দখল ও চাঁদাবাজির বিষয়ে ফেসবুক লাইভ করেন।

পরে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন যান চলাচলের বিশৃঙ্খলা নিয়ে। এর কিছুক্ষণ পরেই ঘটে মর্মান্তিক ঘটনা। চায়ের দোকানে বসা অবস্থায় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তুহিনের ওপর অতর্কিতে হামলা চালায়।

ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। বাসন থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ওসি শাহীন খান জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। এই নৃশংস হত্যাকাণ্ডে গাজীপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক মহল, মানবাধিকার সংগঠন ও সচেতন সমাজ দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক শোকবার্তায় বলেন,“তুহিন ছিলেন সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক। তার হত্যাকাণ্ড সাংবাদিকতা পেশার জন্য এক গভীর আঘাত। প্রশাসনের প্রতি আহ্বান—হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করুন।”

তুহিনের সহকর্মীরা জানান, তিনি ছিলেন অপরাধবিরোধী সাহসী কণ্ঠ। তার মৃত্যুতে তারা যেন একজন যোদ্ধাকে হারালেন। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শুক্রবার সকালেই গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এই হত্যাকাণ্ড আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল—সাংবাদিকতা পেশা এখনও নিরাপদ নয়। স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার ভবিষ্যৎ রক্ষায় দ্রুত বিচার আজ সময়ের অনিবার্য দাবি।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গৌরীপুর শাখার উদ্যোগে ৭ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে গৌরীপুর পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সকল সংবাদকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রানে ব্যাচ-৯২’র “মিল্লাঝিল্লা কুমিল্লা-৯২” আয়োজন


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *