পি আর খায় না গায়ে মাখেঃ বরকত উল্লাহ বুলু

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

পি আর খায় না গায়ে

মাখেঃ বরকত উল্লাহ বুলু

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, পি আর  খায় না পি আর গায়ে মাখে এপদ্ধতি জনগণ আর মানে না, জনগণ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ  ভোটের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। পি আর  দিয়ে নির্বাচন সম্ভব নয়।

নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন দিতে হবে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এদেশে লুটপাটের মহারাজ্য সৃষ্টি হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে নির্বাচিত সরকার ছাড়া এসব টাকা ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই অচিরেই পি আর পদ্ধতি বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেন।

তিনি আরও বলেন,‌ দেশ য‌দি স্বাধীন রাখ‌তে হয়, বিএন‌পি ছাড়া বিকল্প নাই-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু, বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান। পার্বত‌্য চ্ট্রগ্রাম-বন্দর য‌দি রাখ‌তে হয়, আমার দেশ য‌দি স্বাধীন রাখ‌তে হয়, বিএন‌পি ছাড়া বিকল্প নাই।

বরকত উল্লাহ বুলু ব‌লেন যারা একাত্তর‌ এর মু‌ক্তি‌যোদ্ধাকে স্বীকার ক‌রে না, শহীদ প্রেসি‌ডেন্ট জিয়া উর রহমানের স্বাধীনতা ঘোষণা‌কে স্বীকার ক‌রে না। শহীদ প্রেসি‌ডেন্ট‌কে জিয়াউর রহমান‌কে মু‌ক্তি‌যোদ্ধা হি‌সে‌বে স্বীকার ক‌রে না, তারা ৩০লক্ষ শহী‌দের রক্ত‌‌ দেয়াকে স্বীকার ক‌রে না, তা‌দের বাংলা‌দে‌শে ভোট চাওয়ার অ‌ধিকার নেই, তা‌দের রাজনী‌তি করার অ‌ধিকার নাই।

 তি‌নি ব‌লেন কোন হাইব্রীড যেন বিএন‌পির  নেতা না হ‌তে পা‌রে সে‌জস‌্য তৃণমূ‌লের নেতাকর্মী‌দের প্রতি আহবান জানান।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে গতকাল রোববার ২৪ আগস্ট বিকেলে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ জাকারিয়া তাহের সুমন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য এডভোকেট সাবেরা আলা উদ্দিন হেনা, বুড়িছং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জসিম উদ্দিন

জসিম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী আমির হোসেন।

আরও যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, এডভোকেট মনিরুল হক সরকার, কেন্দ্রীয় বিএনপি, জেলা বিএনপি, উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যের শেষে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন হাজী জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক ভূঁইয়া রিপন ও শাহ জাহান সাজু।

খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যঃ বরকত উল্লাহ বুলু


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *