
ক্র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে জামায়াত সেক্রেটারির শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধিঃ
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ( ক্র্যাব ) প্রতিষ্ঠা বার্ষিকীতে জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোঃ গোলাম পারওয়ার শুভেচ্ছা জানিয়েছেন।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ সকালে (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাবের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য শহিদুল ইসলাম, মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।