সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ধনবাড়ীতে প্রতিবাদ ও শোক সভা

ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ধনবাড়ীতে প্রতিবাদ ও শোক সভা

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইলঃ

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে ও টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবে প্রতিবাদ ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১১ আগস্ট) বিকেল ৫ টায় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে মধুপুর প্রেসক্লাব, ঘাটাইল প্রেসক্লাব, গোপালপুর প্রেসক্লাব, ধনবাড়ী-মধুপুর প্রেসক্লাব এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন ।

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান)-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ ।

প্রতিবাদ ও শোক সভায় সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিক হাসান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, বিএমজিটিএ-এর টাঙ্গাইল জেলা সভাপতি কে.এম শামীম, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আনছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ নাজিবুল বাশার, কোষাধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন জনী, ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যকরী সদস্য মোঃ পলাশ ইসলাম, ধনবাড়ী-মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, প্রচার সম্পাদক মোঃ জাহিদ সরকার, এশিয়ান টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, টাঙ্গাইলের “সময়ের সাহিত্যকণ্ঠ”-এর সদস্য সজীব আনোয়ার।

এসময় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান. শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ,কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সদস্য রাকিব হাসান, মো:আবদুল্লাহ সহ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে,সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর বার্তা ।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনের উপর হামলা ও সারা দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকদের ওপর হামলার করা হচ্ছে তা বন্ধ করতে হবে । বক্তব্য শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় ।

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা হতে আগত সাংবাদিক নেতৃবৃন্দের অংশ গ্রহণে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ ও শোক সভাটি সাংবাদিকদের ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *