
গজারিয়া সাংবাদিক তুহিন
হত্যার প্রতিবাদে মানববন্ধন
ওসমান গনি, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা দৈনিক প্রতিদিনের কাগজের ষ্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলার ভবেরচর বাজারস্থ মুক্তিযোদ্ধা ভবনস্থ গজারিয়া প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন এর সভাপতিত্বে ও সা:সম্পাদক শেখ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো:মুকবুল হোসেন, এএম নাসির উদ্দিন, মোয়াজ্জেম হোসেন জুয়েল, আজিজুল হক পার্থ, আমিরুল ইসলাম নয়ন, আলমগীর হোসেন, সায়মন শাহাদাত, আল আমিন, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম শামীম, সোলায়মান শিকদার, খায়রুল ইসলাম হৃদয়, ওসমান গনি, রাসেল সরকার, মাসুদ আহমেদ, শাকিল আহমেদ, ওহিদুল ইসলাম রনিসহ গজারিয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,সন্ত্রাসী চক্র শুধু তুহিনকে হত্যা করে নাই,তাঁরা হত্যা করেছে একটি পরিবারকে,এছাড়াও সারা দেশে বিভিন্ন স্থানে সাংবাদিকদের হামলা,মামলা দিয়ে লাঞ্চনা ও হয়রানী করা হচ্ছে তারও বিচার দাবী করেন।
ইতিমধ্যে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে,প্রশাসনের কাছে দাবী দ্রুত সময়ের মধ্যে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।