লাকসাম ‘আল দ্বীন হিফজ একাডেমি’ উদ্বোধন ও মেজবান অনুষ্ঠিত

ইসলাম ধর্ম কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম ‘আল দ্বীন হিফজ একাডেমি’ উদ্বোধন ও মেজবান অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম উপজেলার মধ্য আউশপাড়া গ্রামে ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিনের উদ্যোগে ‘আল দ্বীন হিফজ একাডেমি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার ৬ ডিসেম্বর সকালে মিলাদ, কবর জিয়ারত, কোরআন খতম ও দোয়া–মোনাজাতের মাধ্যমে নতুন এই হিফজ একাডেমির যাত্রা শুরু হয়।

শুক্রবার ৫ ডিসেম্বর এক সাধারণ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয় এবং একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়।

এতে মোঃ মনির উদ্দিনকে সভাপতি এবং মাষ্টার মোঃ এমরান হোসেন ভূঁইয়াকে সদস্য সচিব ঘোষণা করা হয়।

সভায় স্থানীয়রা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ইয়ারা ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ মনির উদ্দিন বলেন,“আল দ্বীন হিফজ একাডেমি প্রতিষ্ঠা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। কোরআনের শিক্ষায় শিক্ষিত একটি আদর্শ প্রজন্ম গঠনই আমাদের লক্ষ্য।

এলাকার মানুষ যেভাবে সহযোগিতা ও দোয়া দিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন—এটি আমার জন্য বিরাট প্রেরণা। আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠান শুধু হিফজ নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শেখানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন,“শিক্ষার উন্নয়ন ও মানবিক সেবাকে কেন্দ্র করে ইয়ারা ফাউন্ডেশন কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে। আমি সবার প্রতি অনুরোধ জানাই—এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা ও দোয়া অব্যাহত রাখবেন।”

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নব প্রতিষ্ঠিত হিফজ একাডেমি নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

চট্টগ্রাম খুলশি ক্লাবের সভাপতি মো. সাজ্জাদ উল্লাহ বলেন, “আল দ্বীন হিফজ একাডেমি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি সৎ প্রজন্ম গঠনের আলোকবর্তিকা। গ্রামের মানুষের উদ্যোগে এ ধরনের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন সত্যিই প্রশংসনীয়।”

সহ-সভাপতি মো. নাসির উদ্দীন বলেন, “আজকের শিশু–কিশোরদের নৈতিক শিক্ষায় হিফজ মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনির উদ্দিনের এই উদ্যোগ আগামীর সমাজকে আরও সুন্দর করবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন,
“কোরআনের আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে। আমরা চাই প্রতিটি গ্রামে এমন হিফজ প্রতিষ্ঠান গড়ে উঠুক।”

বিএনপি মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা বলেন, “আল দ্বীন হিফজ একাডেমি শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগে নারী সমাজও অনুপ্রাণিত হবে।”

লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু বলেন, “প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আমরা সবসময় সহযোগিতা করবো। কোরআন শিক্ষার বিস্তারে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ।”

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন ও আউশপাড়া যুব সমাজ।

এ ছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রামস্থ খুলশি ক্লাব লিমিটেড, বৃহত্তর কুমিল্লা সমিতি, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন, লাকসাম সমিতিসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগ দেন এবং পরে অনুষ্ঠিত মেজ্বানে অংশগ্রহণ করেন।

নতুন এই হিফজ একাডেমি উদ্বোধনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ নেমে আসে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *