কুমিল্লা-৯ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন চান ভাইয়া গ্রুপের পরিচালক মফিজুর রহমান

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লা-৯ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন চান ভাইয়া গ্রুপের পরিচালক মফিজুর রহমান

লাকসাম প্রতিনিধি: 
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেতে চান দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপের অন্যতম পরিচালক আলহাজ মোঃ মফিজুর রহমান। তিনি দেশের স্বনামধন্য বীমা প্রতিষ্ঠান প্রভাতী ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরের সভায় বার বার নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ মফিজুর রহমান দলের দুর্দিনে লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন আলহাজ মোঃ মফিজুর রহমান।
দলের হাইকমান্ডের সাথে নিবিড় যোগাযোগসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।
জানা গেছে, লাকসাম পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতি, অর্থ কেলেঙ্কারি কিংবা অপরাজনীতি তাঁকে স্পর্শ করতে পারেনি।
সামাজিক শৃঙ্খলা রক্ষা ও এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
আলহাজ মোঃ মফিজুর রহমানের ঘনিষ্ট সুত্র জানায়, বিএনপির হাই কমান্ড তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভাইয়া গ্রুপের বিশেষ পরিচিতি রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তনয় তারেক রহমানের গুডবুকে রয়েছেন মফিজুর রহমান। তাঁর বিষয়ে একটি নথিও জমা আছে বিএনপির কর্ণধারের নিকট।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে এবার একাধিক প্রার্থী চূড়ান্ত মনোনয়ন চাচ্ছেন।
লাকসাম-মনোহরগঞ্জ আসনে ভাইয়া গ্রুপের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। ভাইয়া গ্রুপের অন্যতম পরিচালক প্রভাতী ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরের সভায় বার বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আলহাজ মোঃ মফিজুর রহমান বিগত নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখেন।
এবার লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপি হতে সংসদ সদস্য পদে প্রার্থী হতে চান এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়ার জন্য জোর লবিং চালিয়ে যাচ্ছেন। ঘনিষ্ঠ সূত্র জানায় তিনি স্বতন্ত্র প্রার্থীও হতে পারেন।
এদিকে, আলহাজ মোঃ মফিজুর রহমান জানান- দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা উত্তরা আসন হতে নির্বাচন করতে আমাকে বাধ্য করা হয়। রাজনৈতিক পরিস্থিতির শিকার হই।
এ বিষয়ে অত্যন্ত নম্র, ভদ্র ও মিষ্টভাষী এবং ইসলামী জীবন ধারায় অত্যন্ত বিশ্বাসী আলহাজ মোঃ মফিজুর রহমান এ প্রতিনিধিকে বলেন, বিএনপির প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি লাকসাম পৌরসভা বিএনপির আহবায়কের দায়িত্বে ছিলাম। বিএনপির হাই কমান্ড যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করতে প্রস্তুত ইনশাআল্লাহ। দলের বিজয় নিশ্চিত করতে আমার সর্বস্ব বিলিয়ে দিতেও পিছপা হবো না।
তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে দুইজনকে মনোনয়ন দেয়া হয়। একজন সাবেক সংসদ সদস্য কর্ণেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম এবং আমি মফিজুর রহমানকে। বাছাইতে দুইজনেরই মনোনয়নপত্র বৈধ হয়। ধানের শীষ মার্কার পত্র দেয়া হয় কর্ণেল (অবঃ) আনোয়ারুল আজিমকে। আমি কর্ণেল (অবঃ) আনোয়ারুল আজিমের নির্বাচনী কাজ করি এবং আর্থিক সহযোগিতা করি।
শহীদ জিয়ার হাতে গড়া বিএনপির কর্মী হিসেবে দলকে সর্বোচ্চটুকু দিয়ে আগলে রাখার প্রত্যয় ব্যক্ত করে মফিজুর রহমান বলেন, চূড়ান্ত মনোনয়ন পেলে এ আসনে জয়ের বিকল্প নেই। মরণপণ লড়াই করে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *