
বেড়া স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন
রিফাত, পাবনাঃ
সাঁথিয়া উপজেলা, বেড়া পৌরসভা এবং বেড়া উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নিয়ে ১৯৭৩ সালে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের জন্য গঠিত হয়েছিল ৬৮ পাবনা-১ আসন।
নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর ধারা ৬ এবং ধারা ৮ এর অধীনে জাতীয় সংসদের পুনঃনির্ধারিত নির্বাচনি এলাকা সমূহের
৬৮ পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলা (আংশিক) বাদ দিয়ে ৬৯ পাবনা-২ বেড়া উপজেলা ও সুজানগর উপজেলা আসন হিসেবে প্রাথমিক তালিকা ৩০ জুলাই ২০২৫ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।
নির্বাচনী সীমানা পরিবর্তন হওয়ার কারণে পাবনা জেলার বেড়া উপজেলাকে আলাদা একক সংসদীয় আসন করার দাবিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সি এন্ড বি গোল চত্বরে জামায়াতের মানববন্ধন করেন বেড়া পৌর ও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।
বেড়া আলাদা সংসদীয় আসন করার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় সুরা সদস্য ডঃ আব্দুল বাসেত খান, বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, বেড়া উপজেলা নায়েবে আমীর মাওলানা আবু দাউদ, বেড়া পৌর আমীর মাওলানা মুকাদ্দাসুর রহমান এবং বেড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুজর গিফারী সহ প্রমুখ।
বেড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুজর গিফারী বক্তব্যে বলেন, জনশ্রুতি আছে, ‘‘বেড়ুহা’’ আরবী শব্দের অপভ্রংশ হচ্ছে ‘বেড়া’। এর পূর্বনাম ছিলো শম্ভুপুর। বেড়া উপজেলা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।
এটি উত্তরবঙ্গের নৌ যোগাযোগের একটি প্রধান কেন্দ্র এবং ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত।
ঐতিহাসিক তথ্যমতে, দুর্ভিক্ষের সময় বেড়া বন্দর ব্যবহার করে এই অঞ্চল থেকে খাদ্যশস্য সংগ্রহ করে আরব দেশে পাঠানো হতো।
বেড়া উপজেলার প্রায় ৭০% এলাকা নদী দ্বারা পরিবেষ্টিত, যা এর ভৌগলিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্যকে বিশেষভাবে প্রভাবিত করে।জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক অবস্থানের কারণে বেড়া উপজেলা একক সংসদীয় আসন হওয়ার যোগ্যতা রাখে বলে মনে করেন বেড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান বক্তব্যে বলেন, বেড়া উপজেলাকে স্বতন্ত্র আসনের দাবিতে আজকের এই মানববন্ধন। আমরা রাজপথে দাঁড়িয়েছি বেড়া উপজেলা যতক্ষণ পর্যন্ত
স্বতন্ত্র আসন ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নিভৃত হবো না (ইনশাআল্লাহ)।
বেড়া স্বতন্ত্র আসন যদি ঘোষণা করা না হয় তাহলে এই রাজপথ বন্ধ করে দেয়া হবে, নৌপথ বন্ধ করে দেয়া হবে, রেলপথ বন্ধ করে দেয়া হবে, উত্তরবঙ্গ থেকে সকল ব্যবসা বাণিজ্যের সকল ব্যবস্থা বন্ধ করে দেয়া হবে। আর কোন তাল বাহানা আমরা দেখতে চাই না। আর কোন তাল বাহানা জাতি সয্য করবে না। বেড়া স্বতন্ত্র আসন বেড়াবাসীর দাবি।
কেন্দ্রীয় সুরা সদস্য ডঃ আব্দুল বাসেত খান বক্তব্যে বলেন, বেড়াকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, আমাদের প্রাণের দাবি বেড়াকে একক আসন চাই।
বাংলাদেশে ২ লক্ষ ৩০ হাজার ভোটের কম সংসদীয় আসন আছে, এরকম সংখ্যা ৩৬ টি। যদি তাই থাকে তাহলে বেড়াকে কেনো সংসদীয় আসন দেওয়া হবে না। বেড়াতে রয়েছে গুরুত্বপূর্ণ তিনটি পোর্ট (বেড়া, নগরবাড়ি, কাজিরহাট)।
আপনারা যারা আলাদা আসন নিয়ে নিতে চান বা নিয়েছেন আপনারা কী বলতে পারবেন আপনাদের এলাকায় কোন পোর্ট আছে? আপনারা নেংটি পড়ে নাচতে চান, আমরা আপনাদের নেংটি খুলে নিবো।
(ইনশাআল্লাহ)। সংস্কার করতে পারবেন না, তাহলে কেনো আপনারা সংস্কার করতে যান? বেড়াতে স্বতন্ত্র আসন করে আপনাদের সম্মান রক্ষা করেন। এছাড়াও আরো অনেকেই এ মানববন্ধনে বক্তব্য দেন।
এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।