
ভোলায় দুর্গাপূজাকে কেন্দ্র করে
অশুভ চক্রের নাশকতার আশঙ্কা
ভোলা প্রতিনিধিঃ
ভোলা শহরের সার্কুলার রোডে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে একটি চিহ্নিত অশুভ চক্র।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছরের মতো এবারও পূজার প্যান্ডেল নির্মাণের সুযোগ নিয়ে প্রদীপ বনিক মনা গংরা আইনের তোয়াক্কা না করে মন্দির সম্প্রসারণ ও জমি দখলের চেষ্টা করছে।
প্রতিবারই মুচলেকা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান্ডেল অপসারণের আশ্বাস দিলেও পরে তা মানা হয় না। এতে স্থানীয়ভাবে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়।
সার্কুলার রোডের বাসিন্দারা জানান, স্বৈরশাসনের আমলে ইস্কন ঘাঁটি স্থাপনকে কেন্দ্র করে এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, যেখানে বহু মানুষ আহত হয়ে ছিলেন।
আরো পড়ুনঃ
স্থানীয়দের আশঙ্কা, সেই ধারাবাহিকতায় এবারও একই দুর্বৃত্তচক্র পূজাকে কেন্দ্র করে দাঙ্গা উসকে দিতে পারে।
অভিযোগ রয়েছে, এ চক্রটি ভোলা জেলা বিএনপি আহ্বায়ক গোলাম নবী আলমগীরের নামসহ এসপি, ওসি এবং বিএনপির অন্যান্য নেতাদের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে।
এমন পরিস্থিতিতে সার্কুলার রোডের ইউনুছ মিয়ার বসতবাড়িকে ঘিরে আসন্ন দুর্গাপূজায় নতুন করে ভয়াবহ সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করছে শহরবাসী।
এ নিয়ে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন।