গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু !

আইন আদালত দুর্ঘটনা রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু !

কবির হোসেন, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ তৈজুল ইসলাম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পারবর্তীপুর ইউনিয়নের রায়হোগ্রামে এই ঘটনা ঘটে।

মৃত তৈজুল ইসলাম ওই গ্রামের মৃত রইসউদ্দিনের ছেলে।

গৌরীপুরে ৫৫টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সর্বত্র কড়া নিরাপত্তা

গোমস্তাপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত তৈজুল ইসলাম সন্ধ্যার দিকে তার বাসার নিজ ঘড়ের মধ্যে অসতর্ক অবস্থায় বৈদ্যুতিক লুজ তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *