নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

অর্থনীতি জাতীয় রংপুর শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

রিফাত, পাবনাঃ

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের সভাপতির নিজ অর্থায়নে বৃক্ষরোপণ ও র‍্যালীর আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজিবন সদস্য আলহাজ্ব ডাঃ মীর মোঃ শফিকুল ইসলাম।

ডাঃ মীর মোঃ শফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে বিদ্যালয়ের আশপাশে ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারার কিছু রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে।

বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি আলহাজ্ব ডাঃ মীর মোঃ শফিকুল ইসলাম বলেন, “বৃক্ষ শুধু সৌন্দর্য নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার অন্যতম উপাদান।

এই আয়োজনকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের একজন প্রতিনিধি বলেন, “এই কর্মসূচি আমাদেরকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে।”


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *