রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের পরীক্ষা ও সনদপত্র বিতরণ

জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের পরীক্ষা ও সনদপত্র বিতরণ

শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া শাখার উদ্যোগে কারাতে টিমের বেল্ট পরীক্ষা গ্রহণ করা হয়।

উক্ত কারাতে বেল্ট পরীক্ষা গ্রহণ করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের তালিকাভুক্ত কোচ জাতীয় কারাতে রেফারী ও রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার ব্লাক বেন্ট ৪র্থ ড্যান (বিকেএফ রেজি নং- ২৭০) এবং সহযোগিতা করেন তন্ময় ঘোষ সুজন, মো: আসতাকআহাদ খান রোমেল, মো: ফরিদ হোসেন, মোসা: ফাতেমা, মো: রুবেল খান ও মো: শাহিনুরুল ইসলাম শাহিন।

উক্ত বেল্ট পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের ২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বেল্ট ক্যাটাগরিতে উত্তীর্ণ হয় এবং কারাতে শিক্ষার্থী মো: রুবেল খান, নুর মোহাম্মদ সাদ সাংগঠনিক ব্লাক বেল্ট ও একজন ব্রাউন্ড বেল্ট ১ম কিউ প্রাপ্ত হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বেল্ট ও সনদপত্র বিরতণ করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী-সহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা খেলোয়াড়দের হাতে বেল্ট ও সনদপত্র তুলে দেন এবং বরণ করে নেন।

এছাড়াও বেল্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাবও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপ-সচিব (প্রশাসন) মো. ওয়ালিদ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ওরেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, উপ-সচিব (ভান্ডার) মোহা: দুরুল হোদা, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, ক্রীড়া অফিসার (চলতি দায়িত্ব) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান আলী।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *