চবি উপাচার্যের সাথে ৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম জাতীয় শিক্ষা সারাদেশ

চবি উপাচার্যের সাথে ৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সাথে ৫ জুলাই ২০২৫ উপাচার্যের অফিসে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ মফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. খাদেমুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও তথ্য-ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি এ বিশ্ববিদ্যালয়ে বিরাজমান একাডেমিক কার্যক্রমের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে অতিথিবৃন্দকে সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন। উপাচার্য অতিথিবৃন্দকে কিছু উপহার সামগ্রী প্রদান করেন।

অতিথিবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে জেনে অত্যন্ত আনন্দিত হন এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এ বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *