
বুড়িচংয়ে বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা সভা
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২৪ আগষ্ট ২০২৫ সফল করার লক্ষ্যে সোমবার রাতে এক আলোচনা সভা স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জামাল খন্দকার।
সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান এবং পরিচালনা করেন বুড়িচং উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ কামাল হোসেন, মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু ইউসুফ তুহিন, এডভোকেট মোঃ শরীফুল ইসলাম, অধ্যাপক ডা. নজরুল ইসলাম শাহীন, এডভোকেট ফারুক আহমেদ, জাহাঙ্গীর আলম হোয়াইট, আব্দুর রহিম, আবু নাসের মুন্সী, অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন, জসিম উদ্দিন পারুয়ারা, কামরুল হাসান নাসিম, আলহাজ্ব জয়নাল আবেদীন চেয়ারম্যান, বেলায়েত হোসেন, আমিনুল ইসলাম মেম্বার, মোক্তার হোসাইন মিন্টু, জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু প্রমূখ।