
খালেদা জিয়ার সুস্থতায় গৌরীপুরে ১ হাফেজ দিয়ে ১’শ বার কোরআন খতম
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মাত্র ৩ ঘণ্টায় এক হাজার হাফেজ ১০০ বার পবিত্র কোরআন খতম করে দোয়া করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে গাভিশিমুল গ্রামের ত্রয়ী রাইস মিল চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীরা জানান, বেগম থালেদা জিয়ার সুস্থতার জন্য সারা দেশে প্রতিদিন দলীয় নেতাকর্মীসহ সবাই দোয়া মাহফিলের আয়োজন করছেন। কিন্তু এতো স্বল্প সময়ে এক হাজার হাফেজ একত্রিত হয়ে ১০০ বার কোরআন খতম করে দোয়া করেছেন, এটা সত্যিই বিরল। শুধু দলীয় নেতাকর্মী নয়, সব দল-মতের ঊর্ধ্বে দেশের ১৮ কোটি মানুষের একটাই প্রত্যাশা, খালেদা জিয়ার সুস্থতা।
জানা গেছে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার সকালে উপজেলার প্রায় অর্ধশতাধিক মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী মিলিয়ে ১ হাজার হাফেজ ত্রয়ী রাইস মিল চত্বরে এসে উপস্থিত হন।
মঙ্গলবার বেলা ১০টায় ১ হাজার হাফেজ একযোগে পবিত্র কোরআন তিলাওয়াত শুরু করেন।
দুপুর ১টার মধ্যে ১০০ পবিত্র কোরআন খতম হয়।
পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে হাফেজ, ওলামায়ে কেরামদের সঙ্গে দলীয় নেতাকর্মীসহ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় গোবিন্দপুর জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম রিয়াজী।
উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আতাউল্লাহ শাহীন বলেন, পবিত্র কোরআন শরিফের প্রতিটি হরফের জন্য ১০টি করে নেকি পাওয়া যায়।
এখানে এক হাজার হাফেজ ১০০ বার কোরআন খতম করেছেন। আল্লাহ্ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন, এটাই আমাদের সবার প্রার্থনা।