
চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করে ২’শ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার
নিজস্ব প্রতিনিধিঃ
টানা ৪০ দিন ফজর ও এশার নামাজ জামাতে আদায়কারী ২০০ শিশু–কিশোরকে বাইসাইকেল পুরস্কার দিয়েছে উত্তরা পূর্ব থানার সিটি ক্লাব।
শনিবার বিকেলে উত্তরা ৪ নং সেক্টর কল্যাণ সমিতির ফুটবল মাঠে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কিশোরদের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস, আর স্থানীয়রা এমন ধর্মীয়–সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।
সিটি ক্লাবের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উপদেষ্টা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ড. আবুল হাসান মো. সাদেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি নুরুল ইসলাম, ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, উত্তরা ৪ নং সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা আলী, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা শিশু–কিশোরদের মসজিদমুখী করতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন।