নিয়ামতপুরে ৩ বছরের ছেলে রেখে প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

অর্থনীতি আইন আদালত আন্তর্জাতিক কুমিল্লা কৃষি খুলনা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি পরিবেশ বরিশাল ময়মনসিংহ রংপুর রাজনীতি রাজশাহী শিক্ষা সারাদেশ সিলেট

নিয়ামতপুরে ৩ বছরের ছেলে রেখে প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ  
নওগাঁর নিয়ামতপুরে ৩ বছর ৪ মাসের ছেলে সন্তান রেখে নগদ টাকা নিয়ে মা আছিয়া খাতুন (১৯) প্রেমিকার হাত ধরে পালিয়ে গিয়েছে।
গত শুক্রবার (০৬ জুন) সকাল ১০ টার দিকে ঘরে ছেলেকে রেখে আছিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর (ফকিরপাড়া) গ্রামে।
এ ঘটনার পর ছেলে সন্তানকে নিয়ে থানায় হাজির হয়ে বাবা রাসেল রানা (২২) গত মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে রাসেল রানার সাথে একই ইউনিয়নের দারাজপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ের আছিয়া খাতুনের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে আসে একটি ছেলে সন্তান।
গত ৬ জুন সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে মাটি আনার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসে নি সে। আছিয়া খাতুন ৩ বছর ৪ মাসের একটা ছেলে সন্তান রেখে নগদ ১০ হাজার টাকা ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়। তার স্বামী রাসেল রানা ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত আছিয়ার কোন সন্ধান মেলে নি।
স্বামী রাসেল রানা বলেন, পারিবারিক ভাবে আমাদের দুজনের মাঝে মধ্যে বাগবিতণ্ডা হত।
আমাদের ৩ বছরের একটা ছেলে সন্তান রয়েছে। আমি ভাবতেও পারিনি সে এভাবে পালিয়ে যাবে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি।
রাসেলের বাবা মোতাহার হোসেন বলেন, পুকুরে মাটি আনার জন্য বাড়ি থেকে বের হয়ে আছিয়া আর বাড়ি ফিরে আসে নি। বাড়িতে রাখা নগদ ১০ হাজার টাকা ও কাপড়চোপড় সঙ্গে নিয়ে যায় সে। আমরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। শেষে থানায় অভিযোগ দিয়েছি।
আছিয়ার সন্ধান ও তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।
নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
https://www.sangbadtoday.com/2025/07/01/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *