
লাকসামে বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধিঃ
বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কর্ণেল আনোয়ারুল আজিমের কন্যা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা বলেছেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন ও স্বৈরাশাসনে দেশের জনজীবন বিপর্যস্থ করে তুলে ছিলো।
স্বৈরাচারী হাসিনা এই জুলুম-নির্যাতনে দেশের মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ছিলো ৫ই আগষ্ট-২৪।
ফলে ঐ দিন ছাত্র জনতা সহ দেশের মুক্তিকামী মানুষ রাজধানী ঢাকার রাজপথে নেমে আসে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল।
বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। তাইতো গনতান্ত্রিক পরিবেশে নিরেপেক্ষ সরকারের অধিনে ১৬ বছর যাবত একটি জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছেন।
তিনি সোমবার বিকেলে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষীকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত ফতেপুরস্থর দলীয় কার্যালয় থেকে এক বিশাল আনন্দ র্যালী বের করে পৌর-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে বলেন, দেশ ও জনগনের সার্থে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আমরা বর্তমানে সেই সফলতা ভোগ করছি তা ১৬ বছরের ফসল। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট কাঠামো সংস্কার বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের একটি নুতন দেশ।
বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনের সভাপতিত্ব উক্ত আলোচনা সভায় বিএনপি নেতা হাজী আমির হোসেন, মাইন উদ্দিন, খাজা আহমেদ, ইসমাইল হোসেন, যুবদল নেতা দিদারুল আলম, শামছুল ইসলাম ও জাহিদ হোসেন সহ বিভিন্ন ইউপি, পৌরসভা ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্র দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।