লাকসাম প্রেসক্লাব সাংগঠনিক মিজান হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম প্রেসক্লাব সাংগঠনিক মিজান হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাজিপুরা বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি  নির্বাচিত হয়েছেন মাদরাসার দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী লাকসাম প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রশিদ। সোমবার (১৩ অক্টোবর) ম্যানেজিং কমিটির সদস্যের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। ৯ ভোটের মধ্যে তিনি ৭ ভোট পান।

আরো পড়ুনঃ

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ও মাদরাসা ম্যনেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার কবির হোসেন  এ তথ্য নিশ্চিত করেন।

মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা গ্রামের সাবেক সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সমাজ সেবক ও মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ এটিএম আব্দুল্লাহ সাহেবের মেঝো ছেলে নবনির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রশিদ এক প্রতিক্রিয়ায় জানান, আমার পিতা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমৃত্যু এ মাদরাসার উন্নয়নে, অত্রাঞ্চলের নারী শিক্ষার উন্নয়নে  কাজ করে গেছেন। আমার পিতার দেখানো পথ ধরে আমিও এ মাদ্রাসার সন্তাষজনক ফলাফল, শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এ সমস্ত কাজ সম্পাদনে তিনি মাদরাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী, এলাকার শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, মোঃ মিজানুর রশিদ দীর্ঘদিন ধরে লাকসাম বাজার টেলিকম ব্যবসায়ী সমিতির সভাপতি এবং লাকসাম বাজার বণিক সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সূচনা লগ্ন থেকে লাকসাম সংবাদদাতা হিসেবে কাজ করছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *