
বুড়িচং ভারেল্লায় ধানের শীর্ষের
নির্বাচনী অফিস উদ্বোধন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বুধবার ২১ জানুয়ারি কুমিল্লা-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর শুভারামপুর গ্রামে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ দুলাল মিয়ার আয়োজনে ৩ ওয়ার্ড বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদ খান মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ রেহান উদ্দিন মাষ্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফরিদ উদ্দিন বিডিআর এবং পরিচালনা করেন প্রভাষক উসমান গণি।
বক্তব্য রাখেন বিএনপি নেতা বাবুল হোসেন, মনিরুল ইসলাম চৌধুরী মঞ্জুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রশিদ, জহিরুল ইসলাম।
এসময় এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অফিস উদ্বোধন শেষে ৪ শতাধিক উপস্থিত নেতাকর্মীদের মাঝে খিচুড়ী তাবারক বিতরণ করা
হয়েছে।