চৌদ্দগ্রামে ভটভটি চাপা পড়ে চালক নিহত !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রামে ভটভটি চাপা

পড়ে চালক নিহত !

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ভটভটি চাপা পড়ে খোরশেদ আলম (৩৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। নজির আহম্মদ নামের এক হেলপার আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কালিকাপুর ইউনিয়ন নোয়াবাজার নামক স্থানে।

নিহত খোরশেদ আলম উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ বসন্তপুর দক্ষিণপাড়া মিয়াজী বাড়ির শফিক মিয়ার ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের মামা আবুল বাশার।

স্থানীয় সূত্রে জানা গেছে ভটভটি চালক খোরশেদ আলম উপজেলা গোলপাশা ইউনিয়নের হাড়িসরদ্দার বাজার থেকে গাছ বোঝাই করে ভটভটি নিয়ে সদর দক্ষিণ সুয়াগাজী উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কালিকাপুর ইউনিয়ন নোয়াবাজার নামক স্থানে ভটভটি চাকা পামচার হয়ে গেলে গাছ বোঝায় ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন খোরশেদ আলম।

স্থানীয় লোকজন গুরুতর আহত খোরশেদ আলমকে উদ্ধার করে কুমিল্লা কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় অ্যাম্বুলেন্সেই খোরশেদ আলম মারা যান।

কুমিল্লা কুচাইতালী মেডিকেল কলেজের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান গুরুতর আহত ভটভটি চালককের শরীরের বিভিন্ন অংশে গুরুতর যখম রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য টাকা প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন আব্দুল জব্বার জানান দুর্ঘটনার খবর পেয়ে গাছ বোজাই ভটভটি উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। নিজের গাড়ির চাপা পড়ে নিজে গুরুতর আহত হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যু হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *