রাজশাহীতে ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আইন আদালত জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহীতে ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে মোট ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আরএমপি সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম জুয়েল-এর নেতৃত্বে ডিবির একটি দল কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে চারখোটা লাইনপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত মো. তুষার হোসেন (২৮) কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তুষারের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে।

অন্যদিকে, একই দিন দিবাগত রাত পৌণে ১টার দিকে ডিবির অপর একটি দল বোয়ালিয়া থানার স্বচ্ছ টাওয়ার এলাকায় দায়িত্ব পালনকালে খরবোনা হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুর আলী (২৮) কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী রাজিব (২৮) কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত নুর আলীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় চারটি এবং পলাতক রাজিবের বিরুদ্ধে দুইটি মামলা চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা রাখার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *