গৌরীপুরে মনোনয়ন প্রত্যাশী ড্যাব নেতা ডা. সেলিমের গণসংযোগ 

জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ

গৌরীপুরে মনোনয়ন প্রত্যাশী ড্যাব

নেতা ডা. সেলিমের গণসংযোগ 

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আবদুস সেলিম শুক্রবার ১১ জুলাই সারাদিন গৌরীপুর উপজেলা বিভিন্ন এলাকা ও পৌর শহরে গণসংযোগ করেছেন।

সমাজসেবায় নিয়োজিত এই চিকিৎসক গৌরীপুর উপজেলা ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য হিসেবেও সুপরিচিত। তিনি সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল হামিদের জ্যেষ্ঠ সন্তান।

গণসংযোগ চলাকালে বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডা. সেলিম। তাকে কাছে পেয়ে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ও কুশল বিনিময় করেন। এলাকার সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

ডা. সেলিম বলেন, “আমি রাজনীতিকে জনগণের সেবা করার মাধ্যম হিসেবে দেখি। যদি দল থেকে মনোনয়ন পাই, তবে এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় সর্বশক্তি দিয়ে কাজ করব।”

বাকেরগঞ্জে বিএনপি নেতার শেল্টারে আ’লীগ দোসরদের পুনর্বাসনের চেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *