গজারিয়ায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত-৩০

আইন আদালত ঢাকা দুর্ঘটনা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গজারিয়ায় আ’লীগ-বিএনপি

সংঘর্ষে আহত-৩০

গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকিচর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) মাগরিব নামাজের সময় শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতা হত্যা মামলার আসামি গিয়াস উদ্দিন, মন্টু চেয়ারম্যান ও নাজমুলের নেতৃত্বে হঠাৎই যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালানো হয়। একইসঙ্গে ভাঙচুর করা হয় বিএনপির ওয়ার্ড কার্যালয়ও। এ ঘটনায় মুহূর্তেই এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরো পড়ুনঃ

লালমাইতে ধর্ষণের বিচারের দাবীতে ইউএনওকে স্মারকলিপি প্রদান

 

এলাকাবাসী জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিতদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার আসামি নাজমুল, গিয়াস উদ্দিন ও মন্টু চেয়ারম্যান দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন।

মঙ্গলবার রাতে তারা এলাকায় ফেরার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চরমে ওঠে। বিএনপি সমর্থকরা হুঁশিয়ারি দেন যে তারা কোনোভাবেই ওই আসামিদের এলাকায় থাকতে দেবে না।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থকরাও পাল্টা অবস্থান নিলে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটে।

এতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে স্থানীয়রা বলছেন, পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে আছে।

এ সংঘর্ষকে ঘিরে হোসেন্দী ইউনিয়নসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

এলাকাবাসী প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা না ঘটে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *