
ড্রাগন বাগানে ফাঁস দেয়া অজ্ঞাত নারীর লাশের পাশে কাঁদছে অবুঝ শিশু !
সুমন খাঁন, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর এক হৃদয়বিদারক ও রহস্যজনক ঘটনা ঘটেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের রাখালভোগা গ্রামের একটি মাঠে ড্রাগন বাগানের খুঁটির সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় এক নারী উদ্ধার করেছে স্থানীয়রা।
উদ্ধারকালে তার পাশে একটি ছোট শিশুকে বসে থাকতে দেখা যায়, যা উপস্থিত জনতাকে বাকরুদ্ধ করে দিয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাযায়, ফতেপুর-হাসাদাহ হাইরোড সংলগ্ন রাখালভোগা গ্রামের মাঠের ভেতর একটি ড্রাগন বাগানের তারকাঁটা ঘেরা খুঁটির সাথে এক নারীকে ঝুলন্ত অবস্থায় দেখেন কৃষকরা। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, আত্মহত্যার চেষ্টার সময় ওই নারীর সাথে থাকা শিশুটি পাশেই বসে ছিল।
নারীর অবস্থা আশঙ্কাজনক দেখে ভ্যানে করে তাকে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এলাকার কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন বলে ধারণা করা হচ্ছে।
আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থাকে বা এই ঘটনার ভুক্তভোগীকে চিনতে পারেন, তাহলে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। ভিডিও টা শেয়ার করার অনুরোধ রইল। এই নারী ও শিশু যেন তার পরিবারকে খুঁজে পায়।