খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনোহরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনোহরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জঃ 

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কুমিল্লার মনোহরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার(১৯ডিসেম্বর) বিকাল ৩টায় স্থানীয় মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম।

এসময় তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সময় পার করছেন। আমরা মহান আল্লাহর দরবারে সকলে তাঁর(খালেদা জিয়ার) সুস্থতার সাথে নেক হায়াত কামনা করছি। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি আরো বলেন, ১৭বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করবেন।

প্রিয় নেতাকে স্বাগত জানাতে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলাসহ দেশের সকল জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদেরকে ঢাকায় অবস্থান করতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা ২৪ এর সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির পরিকল্পিত হত্যার তীব্র নিন্দা জানাই এবং মহান আল্লাহর কাছে তাঁর শহীদী মর্যাদা কামনা করছি। পাশাপাশি এ হত্যা নিয়ে একটি গোষ্ঠী পরিকল্পিত ভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। তাই জাতীয়তাবাদের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনোনীত সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খাঁন।

এসময় তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বানচাল করতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে। তবে আমরা বলে দিতে চাই ছাত্রদল মাঠে থাকতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ইঞ্চি পরিমান ডিস্টার্ব করতে পারবেনা ইনশাআল্লাহ।

সর্বস্থরের মানুষের সাথে সর্বাস্থায় ভালো আচরণ করে ধানের শীষের প্রতীকে ভোট চাইতে হবে। বিএনপি সরকার গঠন করার পরও একই আচরণ করতে হবে। জনগণের সাথে জবাবদিহিতা মূলক মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে।

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ভিপি ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ এর মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী,
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির।

এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র-সহ সভাপতি শাহ সুলতান খোকন, শরীফ হোসেন চেয়ারম্যান, প্রফেসর আলী মর্তুজা, এস এম মুনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি রিনা আক্তার, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মহিন উদ্দিন, সদস্য সচিব মাওলানা আব্দুর রহমান শামীমসহ মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কুরআন তেলোয়াত করেন উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মহিন উদ্দিন এবং দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমেদ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *