লাকসামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু ! 

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর হোসেন (১৮) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।

নিহত তানভীর পাশ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার আমতলী গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ২য় ছেলে। বর্তমানে তানভীর একাদশ শ্রেণীতে অধ্যয়নরত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল করে লাকসাম যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তানভীর মোটরসাইকেল করে লাকসাম যাওয়ার পথে মোহাম্মদপুর ঈদগাহ’র কাছে গেলে অপরপাশ থেকে শিশু বাচ্চা রাস্তার একপাশ থেকে অপরপাশে দৌড় দিয়ে হঠাৎ তার গাড়ির সামনে এসে পড়লে সে গাড়ি কন্ট্রোল করতে না পেরে ঈদগাহের বাউন্ডারি দেয়াল এর সাথে গিয়ে ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে যায়।

সাথে সাথে অপরদিক থেকে সিএনজি এসে তার উপর দিয়ে চলে যায়। এতে সে গুরতর আহত হন।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লা নিয়ে যেতে বলেন।

পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের কাকা ইদ্রিস মিয়া। একই দিন বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *