
লাকসাম জংশন বাজারে ডঃ সরওয়ার ছিদ্দিকীর গণসংযোগ
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম জংশন বাজারে গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জংশন বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে শুরু করে জংশন রেলওয়ে স্টেশন প্লাটফর্মসহ বাজারের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
গণসংযোগকালে ডঃ ছৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে কুশল বিনিময় করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ, সহ-সেক্রেটারি নুরে আলম, অধ্যক্ষ মোঃ আবু তাহের, ২নং ওয়ার্ড আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাহহার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুন্নবী, মমিন মাওলা, ২নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আবু বকর জাহিদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।