
ধুনটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির
অভিযোগে ২ ফার্মেসিকে জরিমানা
মোঃ আনোয়ার হোসেন, বগুড়াঃ
বগুড়ার ধুনটে ফার্মেসি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি ফার্মেসিতে ৪০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন এ অভিযান পরিচালনা করেন।
এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মরুময় সরকার সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন জানান, সোমবার বিকেলে ধুনট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ঔষধ ফার্মেসী দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, ড্রাগ লাইসেন্স হালনাগাদ না থাকায়, এন্টিবায়োটিক ঔষধের রেজিস্টার সংরক্ষণ না করা ও বিক্রয়ের জন্য ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে দুইজন ঔষধ বিক্রেতাকে চার হাজার টাকা অর্থদণ্ড ও ২৩ প্যাকেট ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।
তিনি আরও জানান, ফিজিশিয়ান স্যাম্পল মূলত চিকিৎসকদের বিনামূল্যে প্রদানের জন্য ওষুধ কোম্পানিগুলো সরবরাহ করে থাকে। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই স্যাম্পল বাজারে বিক্রি করে বেআইনিভাবে লাভবান হচ্ছেন।
জব্দকৃত ঔষধ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়াও তাদের সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং স্বাস্থ্যখাতে অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।