
গজারিয়া খেলাফত মজলিসের রিকশা মার্কার গণসংযোগে ব্যাপক সাড়া
ওসমান গনি, মুন্সিগঞ্জঃ
মুন্সিগঞ্জ গজারিয়ায় উপজেলা মুন্সিগঞ্জ–৩ আসনে জাতীয় নির্বাচনের প্রাক্কালে খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রচারণায় নতুন গতি এসেছে। ভবেরচর বাজার থেকে স্ট্যান্ড পর্যন্ত দলটির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় জনগণের অংশগ্রহণে এলাকা সরগরম হয়ে ওঠে। পথসভায় উপস্থিত ছিলেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। প্রার্থী মুফতি নূর হোসাইন নূরানী, কেন্দ্রীয় নেতা মুফতি আতাউল্লাহ আমিনী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের উপস্থিতি কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে এমপি প্রার্থী মুফতি নূর হোসাইন নূরানী বলেন,জনগণের আস্থা ও বিশ্বাসই আমাদের শক্তি। উন্নয়ন, জবাবদিহিতা এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানই হবে আমার প্রধান অগ্রাধিকার।
তিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক স্থিতিশীলতার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
কেন্দ্রীয় নেতা মুফতি আতাউল্লাহ আমিনী শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের অংশগ্রহণই একটি দায়িত্বশীল গণতন্ত্রের ভিত্তি। রিকশা মার্কার প্রতি জনসমর্থন দিন দিন বাড়ছে, আমরা জনগণের প্রত্যাশার মূল্য দিতে প্রস্তুত।
” অন্যান্য বক্তারাও বলেন, আসন্ন নির্বাচন জনগণের ক্ষমতায়নের অন্যতম মাধ্যম। তাই ভোটাধিকার প্রয়োগে সচেতন ভূমিকা রাখার জন্য সকলকে আহ্বান জানানো হয়।
পথসভা শেষে খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা ভবেরচর বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
তারা জানান, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাঠপর্যায়ের প্রচারণা আরও জোরদার করা হবে এবং পুরো প্রক্রিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন।
গণসংযোগ কর্মসূচি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়, যা নির্বাচনী মাঠে খেলাফত মজলিসের অবস্থানকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন স্থানীয়রা।