লাকসাম ও মনোহরগঞ্জে আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম ও মনোহরগঞ্জে আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লা-৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সেলিম মাহমুদের নেতৃত্বে লাকসাম ও মনোহরগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা লাকসাম স্টেডিয়াম থেকে বের হয়ে মোটর সাইকেল শোভাযাত্রাটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার হয়ে মনোহরগঞ্জ বাজার, পোমগাও, মুদাফরগঞ্জ প্রদক্ষিণ করে দুপুরে লাকসাম মডেল মসজিদে এসে শেষ হয়। শোভাযাত্রাটি নাথেরপেটুয়া ও মনোহরগঞ্জে দুটি পথসভায় অংশ নেয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সেলিম মাহমুদ বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামি আন্দোলন জনগণের পাশে আছে, থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছি। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আমরা সর্বদাই কাজ করবো।
শোভাযাত্রায় ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও কুমিল্লা–১০ আসনের প্রার্থী মুফতি শামছুদ্দোহা আশরাফি, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ইসলামি যুব আন্দোলন কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক, লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী মাওলানা মোরশেদুল আলম, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন সুমন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক রশিদ আহমেদ রায়হান, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন এবং ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি সালাহুদ্দিন শিহাব, ইসলামি আন্দোলন বাংলাদেশের লাকসাম উপজেলা সভাপতি মুফতি আবু ইউসুফ ফারুকীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *