
মহেশপুরে পুলিশের অভিযানে ৮ লাখ
টাকা ও ১২’শ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩
সুমন খাঁন, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের মাদকবিরোধী সাড়াশি অভিযানের অংশ হিসেবে একটি বিশেষ দল ইয়াবা ব্যবসায়ী দেলোয়ারের বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে।
অভিযানে দেলোয়ারের স্ত্রী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮ লাখ টাকা জব্দ করা হয়েছে।
মহেশপুর থানা পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় দেলোয়ারের বাড়িতে তল্লাশি করে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।