
ময়মনসিংহে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা ঘিরে উৎসব ও বিক্ষোভ
গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিভিন্ন এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
কোথাও আনন্দ মিছিল, আবার কোথাও মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।
এদিকে ওই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হলে তাঁর সমর্থকরা নিজ এলাকায় আনন্দ মিছিল বের করেন।
অন্যদিকে, মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাত প্রায় ৮টার দিকে গৌরীপুর পৌর সদরে বিক্ষোভ করেন হিরনের সমর্থকরা।
বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরনের স্ত্রী সাঈদা মাসরুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে হাজারো কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়—আগামী ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত চন্দ্র দাস জানান, আগামীকাল সব ইউনিয়নের নারী-পুরুষদের নিয়ে বিক্ষোভ করা হবে। তারপরও মনোনয়ন পরিবর্তন না হলে হরতাল-অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”