বেড়ায় ২ মসজিদের মুসল্লিদের সংঘর্ষে নারীসহ আহত-২৫

আইন আদালত জাতীয় রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

বেড়ায় ২ মসজিদের মুসল্লিদের সংঘর্ষে নারীসহ আহত-২৫

রিফাত, পাবনাঃ

পাবনা জেলার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নে মসজিদের বারান্দা করাকে কেন্দ্র করে তাঁরাপুর গ্রামের দুই মসজিদের মুসুল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

 

এতে প্রায় উভয় পক্ষের ২০-২৫ জন আহত হয়েছে। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া ও পাবনা মেডিকেলে প্রেরন করা হয় ।

শুক্রবার (২৫ জুলাই ) সকাল ১০টার সময় চাকলা ইউনিয়নের তাঁরাপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

সংঘর্ষের সময় হামলা পাল্টা হামলা চালায় এতে করে একটি মসজিদ ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শী জানান, বিগত কয়েক বছর যাবদ তারাপুর গ্রামের ঈদের নামাজ ও মসজিদে মিলাদ কিয়াম নিয়ে দুই শ্রেনীর মুসল্লীদের মাঝে বিরোধ থাকে। এক পর্যায়ে একটি গ্রুপ আলাদা মসজিদ নির্মাণ করেন। নতুন মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নিলে আরেকটি মসজিদের লোকজন একই গ্রামে পাশাপাশি দুটি মসজিদ নির্মাণের বিরোধিতা করেন।

আজ সকালে বারান্দা নির্মাণের কাজের জন্য গেলে অন্য পক্ষ বাধা দিলে বেঁধে যায় সংঘর্ষ।

 

এসময় উভয়পক্ষের ১০০-১৫০ জন লোকজন হাঁসুয়া, রামদা, টেটা, লাঠিসোটা, নিয়ে সংঘর্ষে জরিয়ে যায়।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, ডাঃ তাহমিনা সুলতানা নীলা জানান, চাকলা ইউনিয়নের সংঘর্ষের ঘটনায় ২০-২৫ জন চিকিৎসা নিতে এসেছিলো। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছে ৩ জন ভর্তি রয়েছে আর ৫ জন গুরুতর আহত হওয়ায় বগুড়া ও পাবনা মেডিকেলে প্রেরন করা হয়েছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি অলিউর রহমান বলেন, আজ সকালে সংঘর্ষের কথা জানতে পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে পরিস্থিতি শান্ত করি। এখন ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা মামলা করা হয়নি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *