কুমিল্লায় ৩ দফা দাবীতে শিক্ষকদের কর্মবিরতি-জেলা প্রশাসক বরাবর স্মারক প্রদান

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লায় ৩ দফা দাবীতে শিক্ষকদের কর্মবিরতি-জেলা প্রশাসক বরাবর স্মারক প্রদান

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ 

কুমিল্লা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  সহকারীদের ১০ তম গ্রেডসহ ৩ দফা দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে অনি দৃষ্ট কালের জন্য চলমান কর্মবিরতি পালন শিক্ষকরা গতকাল মঙ্গলবার ২ ডিসেম্বর বিকেলে কুমিল্লা চলতি দায়িত্ব প্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের একটি স্মারক লিপি পেশ করেন।

শিক্ষকরা জানান তারা কোন মতেই চান না তাদের  কোমল মতি শিক্ষার্থীদের ক্লাশে রেখে তারা বাহিরে আন্দোলন করেন এবং অবস্থান করেন। তাদের ৩ দফা দাবী মেনে নিয়ে সম্মেলনের সহিত শিক্ষকদের ক্লাশে ফিরিয়ে নিন।

শিক্ষার্থীদের পরীক্ষা চলমান আর শিক্ষকরা বাহিরে থাকতে চায় না। সরকারের নিকট শিক্ষকদের জোড় দাবী দ্রুত বাস্তবায়ন করে নিন।

শিক্ষকদের ১১ তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

কর্মবিরতি চলাকালীন ও স্মারক লিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি এম শহীদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান, বিজয় সরকার, সাইফুল ইসলাম হাজারী, সহকারী শিক্ষক সমিতির সভাপতি লায়লা নুর পিংকি, সাধারণ সম্পাদক শিলা চক্রবর্তী চৌধুরী, তিথি চক্রবর্তী, পলি আহমেদ, সোনিয়া আক্তার, মোঃ শাহজাহান ভুবনঘর প্রমূখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *