ইসলামপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

অর্থনীতি খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ইসলামপুরে অসহায় ও শীতার্ত

মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আব্দুল লতিফ, ইসলামপুরঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার ১০নং গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা কান্দাপাড়া এলাকায় বড়বাড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে ইউনিয়নের স্থানীয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রনেতা সানোয়ার হোসেন সানি। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলাল উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আসাদ আকন্দ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন— মাহফুদুজ্জামান লুলু, সদস্য সচিব ইসলামপুর উপজেলা যুবদল মাজাহারুল ইসলাম বিপুল, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ইসলামপুর উপজেলা শাখা আবু বকর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ইসলামপুর, জামালপুর আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক, ১০ নং গাইবান্ধা ইউনিয়ন কৃষক দল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল রশিদ, সভাপতি ৮নং ওয়ার্ড বিএনপি, ১০নং গাইবান্ধা ইউনিয়ন।

সঞ্চালনা করেন আনসার আলী, সহ-সভাপতি ১০নং গাইবান্ধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

এসময় শীতার্ত অসহায়, দিনমজুর ও নিম্ন আয়ের শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিতরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে বড়বাড়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি নাজমুল ইসলাম বলেন— “মানবিক সেবাধর্মী এ কার্যক্রম আমরা নিয়মিত চালিয়ে যেতে চাই। সমাজের যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকার অঙ্গীকার আমাদের।” আলোচনা ও দোয়া মাহফিল শেষে শান্তিপূর্ণভাবে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *