“চেতনা ব্যবসায় লালবাতি জ্বলছে”-ডঃ সরওয়ার ছিদ্দিকী

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় বিনোদন রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

“চেতনা ব্যবসায় লালবাতি

জ্বলছে”-ডঃ সরওয়ার ছিদ্দিকী

লাকসাম প্রতিনিধি: 
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দীকি বলেছেন, একটি দল চেতনা চেতনা করে ভারতে পালিয়ে গেছে। নির্লজ্জভাবে আরেকটি দল একই সুরে কথা বলছে।
আপনাদের এ চেতনা ব্যবসা বন্ধ হতে চলেছে। চেতনা ব্যবসায়ীদের লাল বাতি জ্বলছে। মানুষ এখন আর চেতনা খরিদ করছে না। ব্যবসা গুটানো শুরু হয়ে গেছে। আমাদের একমাত্র চেতনা ইসলাম। যার ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ।
কুমিল্লার লাকসাম জংশন চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী এসব কথা বলেন।
ডঃ ছিদ্দীকি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কখনোই ইসলাম বিদ্বেষী ছিল না। এদেশের পরতে পরতে ইসলামের শীতলতা প্রোথিত আছে।
তিনি বলেন, দ্বিজাতিতত্ত্ব তথা ধর্মের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশ বিভক্ত হয়। আমাদের এ দেশ ছিল পূর্ব পাকিস্তান। সাতচল্লিশে যদি আমরা ভারত থেকে বের হতে না পারতাম তাহলে আমরা আজ স্বাধীনতা পেতাম না। সাতচল্লিশ থেকে যদি পাকিস্তানীরা কোরআনের নীতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করতো তাহলে একাত্তরের প্রশ্ন সৃষ্টি হতো না। সত্তরের নির্বাচনে মেজরিটি দলের হাতে ক্ষমতা হস্তান্তর করলে একাত্তর হতো না।
মুক্তিযুদ্ধ হয়েছে সাম্যের জন্য, সম অধিকারের জন্য, মূল্যবোধের জন্য, সমমর্যাদার জন্য, মানবিকতার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে চেতনা নিয়ে হয়নি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুষম সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, একটি সুদমুক্ত অর্থ ব্যবস্থা চালু করতে চায়, ঘুষমুক্ত প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করতে চায়। মদ, জ্বেনা, চাঁদাবাজি বন্ধ করতে চায়। আমাদের স্বাধীনতার চেতনা হলো ইসলামের চেতনা, ইসলামী মূল্যবোধের চেতনা, ইসলামী মূল্যবোধের আদলে একটি সুসভ্য সমাজ গঠনের চেতনা। জামায়াত যা চায় দেড় হাজার বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু চেয়েছেন।
কুমিল্লা-৯ আসনে নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ নাটক, আবৃত্তি, দেশাত্মবোধক ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।
এ সময় পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারি নুরে আলম, অধ্যক্ষ মোঃ আবু তাহের, ২নং ওয়ার্ড আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাহহার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুন্নবী, মমিন মাওলা, ২নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আবু বকর জাহিদসহ শতশত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *