দুই শিশুকে আগুনে খুন্তি দিয়ে চেকা দিলেন মা !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

দুই শিশুকে আগুনে খুন্তি দিয়ে চেকা দিলেন মা ! 

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মা কর্তৃক দুই শিশুকে আগুনে খুন্তি দিয়ে পুড়িয়ে নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নৃশংস এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামে এ নারকীয় ঘটনা ঘটে। পরে রোববার (৩ আগস্ট) রাতে আহত শিশুদের স্বজনরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নির্যাতনের শিকার শিশুদের বাবা ইব্রাহিম খলিল জানান, স্ত্রী আসমা বেগম (৩০) সংসার করতে অনাগ্রহী হওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে আসমা বেগম গরম মাছ উল্টানি খুন্তি আগুনে পুড়িয়ে তাদের দুই কন্যা সন্তান—সাবিনা আক্তার (৮) ও নুসরাত আক্তারকে (৬)—গাল, শরীর ও হাতে ছ্যাঁকা দেয়।

শিশুরা কাঁদতে কাঁদতে সাংবাদিকদের জানায়—
“মা আমাদের গরম খুন্তি দিয়ে গালে, শরীরে ও হাতে পুড়িয়ে দিয়েছে। এরপর মারধরও করেছে। অহেতুক প্রায়ই আমাদের নির্যাতন করে।”

বাবা ইব্রাহিম খলিল আরও জানান, ঘটনার রাতে বাড়ি ফিরে শিশুদের কাছে সব শোনেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলে সে উল্টো আরও ক্ষিপ্ত হয়।

পরদিন বিষয়টি পরিবারের সদস্যদের জানালে আসমা বেগম তার মা ও ভাইকে ডেকে এনে স্বামীকেই মারধর ও গালমন্দ করে।

এ ঘটনার বিষয়ে স্থানীয়দের অভিযোগ—আসমা বেগম দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছে। একাধিকবার সালিসে বিষয়টির সমাধান করা হলেও তাতে কোনো ফল হয়নি।

মনির হোসেন, ভুক্তভোগী শিশুদের মামা, বলেন—
“এটা কোনো মায়ের কাজ হতে পারে না। নির্যাতনকারী এ মাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

এদিকে, ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *