সৌদি আরবে রায়পুরের প্রবাসী যুবকের ফাঁস দিয়ে আত্মহত্যা ! 

অর্থনীতি আইন আদালত আন্তর্জাতিক চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ

সৌদি আরবে রায়পুরের প্রবাসী যুবকের ফাঁস দিয়ে আত্মহত্যা ! 

 

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ

সৌদি আরবের রিয়াদে নীজ বাসায় আবদুর রহিম (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নে।

বাসাবাড়ী বাজারের পাশে রহিম উদ্দিন হাজি বাড়ীর মৃত আবু হোসেন ও মৃত লুতি বেগমের একমাত্র ছেলে আবদুর রহিম। তারা দুই বোন ও এক ভাই ছিলেন।

সোমবার (৭ জুলাই) রাতে দেশটির রিয়াদ শহর এলাকায় সকালে নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

 

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আবদুর রহিম অবিবাহিত, তার মা- বাবা কেউ বেঁচে নেই।

সোহাগ হোসেন (৪৫) নামের এক সৌদি প্রবাসী গ্রামবাসী বলেন, আবদুর রহিম দুই বছর আগে কাজের সন্ধানে সৌদি আরবের রিয়াদে আসে।

আবদুর রহিম নামাজি ও ভালো ছেলে ছিলেন।

আমরা বন্ধুর মতোই চলাফেরা করেছি। তাকে সর্বদা নম্র ভদ্র দেখেছি। গত দুই বছর ধরে আকামা ও কাজ ছিল না তার। তার কপিল বেতন দেয় নাই। মানুষিক দুশ্চিন্তা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আবদুর রহিম।

তিনি বলেন, বর্তমানে তার মরদেহ সৌদি আরবের রিয়াদ হাসপাতালের মর্গে রয়েছে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে আবদুর রহিমের মরদেহ বৃহস্পতিবার বিকালে ইন্ডিয়া ট্রানজিট হয়ে এয়ার ইনডোগো ফ্লাইটে বাংলাদেশে পৌঁছাবে।

শুক্রবার সকাল ৯ টায় বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হবে।

নিহতের বোন গোলাপি বেগম বলেন, গত দুই বছর আগে ধার দেনা করে একমাত্র ভাইকে বিদেশ পাঠালাম। সে বিদেশ থাকাবস্তায় এক বছর আগে মা ও বাবাকেও হারালাম। আমাদের দুই বোন আজ একমাত্র ভাইকে হারালাম। আমাদেরকে কেউ আর আপু বলে ডাকবেনা। সবাই তার জন্য দোয়া করবেন।

সোনাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল কিসমত বলেন, যত দ্রুত সম্ভব, প্রবাসী আবদুর রহিমের মরদেহ বাড়ীতে এনে দাফনের ব্যাবস্থ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *