
বুড়িচংয়ে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিনের পথসভা ও গণ সংযোগ
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
শুক্রবার ৩০ জানুয়ারি দিন ব্যপী কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের বিজয়ের লক্ষ্যে পীরযাত্রাপুর ইউনিয়ন ও যোলনল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যপক পথসভা জন সংযোগ করেন। বিভিন্ন পথসভায় ও জনসংযোগে বক্তব্য রাখেন বক্তাগণ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ এর ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( এ্যাব) এর প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম খান বকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. নজরুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ আব্দুল আলিম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহসভাপতি আমেরিকার প্রবাসী মোঃ জাহাঙ্গীর হোসেন ভূইয়া, আমেরিকা প্রবাসী মোঃ শাহ আলম, জাহাঙ্গীর আলম ১, আবু ইউসুফ পাখি, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, এডভোকেট মোঃ এরশাদ হোসেন, ষোলনল ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, যুবদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম, তারেক মাহমুদ বীথি, ফারুক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক উর্মী আক্তার বিএনপি নেত্রীও ইউনিয়ন বিএনপির সভাপতির সহধর্মিণী রাবেয়া বেগম প্রমূখ ।
দিন ব্যপী তিনি সকালে সাবেক এমপি অধ্যাপক মোঃ ইউনুসের পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিনাথপুর কবর জিয়ারত করে গন সংযোগ পথসভা শুরু করেন। প্রথমেই কন্ঠনগর, বাহেরচর, গোবিন্দ পুর, পীরযাত্রাপুর, গোবিন্দ পুর, কোমাল্লা ও সাদকপুর। এর পর তিনি ষোলনল ইউনিয়ন এর শিবরামপুর, খাড়াতাইয়া গাজীপুর, মহিষমারা, ভরাসার, পয়াত, পূর্বহুড়া, বালিখাড়া এবং ষোলনল এ ব্যপক গন সংযোগ করেন।