জামায়াতের সাথে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

আইন আদালত আন্তর্জাতিক জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জামায়াতের সাথে আইআরআই

প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
২২ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর নয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আইআরআই-এর প্রতিনিধি দলে ছিলেন সদস্য ক্রিস্টোফার ফাসনার, সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস)-এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস, কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম পরিচালক স্টিভ সিমা, প্রোগ্রাম পরিচালক (এনডিআই) জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।
জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লইয়ার্স কাউন্সিলের সভাপতি এড. জসিম উদ্দিন সরকার, এবং ড. যুবায়ের আহমেদ।
বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি—বিশেষ করে বিচারব্যবস্থা, রাষ্ট্রীয় সংস্কার, এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতি বিষয়ে বিশদ আলোচনা করেন।

https://www.sangbadtoday.com/?p=4289


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *